জিও টেক্সটাইল প্রোডাক্ট মূলত পলিস্টার, পলিপ্রপিলিন, পলিঅ্যামাইড দিয়ে তৈরি করা হয়। Geotextile bag এর সবচেয়ে বেশি ব্যবহার হয় সিভিল / কনস্ট্রাকশনের কাজে। এতে মাটির বৈশিষ্ট্য পরিবর্তন করে দূর্বল ও অকার্যকর জায়গায় ভবন নির্মাণ এর উপযোগি করে তুলে। Geo textile bag সাধারনত সমুদ্র, নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধ করতে ব্যবহৃত হয়ে থাকে। ব্যাগ সাইজ ও GSM এর উপর ভিত্তি করে দাম নির্ধারণ হয়ে থাকে।
GSM কি? Geo textile bag
GSM stand for Grams per Square Meter. মানে হচ্ছে প্রতি ১ মিটার স্কয়ারে যে মান পাওয়া যাবে তাকে GSM বলে। ১ মিটার স্কয়ার শীটের ওজন যদি ২০০ গ্রাম হয়, তাহলে তাকে ২০০ জি, এস, এম বলা হবে, ওজন যত বাড়বে এর থিকনেস ও ( মোটা ) তত বাড়বে।
নিচে কিছু GSM এর আনুমানিক থিকনেস দেওয়া হলো।
200GSM = 2mm
300GSM = 2.5mm
400GSM = 3mm
500GSM = 3.8mm
600GSM = 4.5mm
জিও টেক্সটাইল শীট গুলো প্রাথমিক ভাবে দুই ধরণের হয়ে থাকে। Geo textile bag
ওভেন জিও টেক্সটাইল
নন ওভেন জিও টেক্সটাইল
ওভেন জিও টেক্সটাইলঃ
মূলত, যে সকল জিওটেক্সটাইল প্লাস্টিক সুতা থেকে তৈরি করা হয় তাকে ওভেন জিও টেক্সটাইল বলে। যেমনঃ চিনি ও চালের প্লাস্টিক বস্তা।
নন ওভেন জিও টেক্সটাইলঃ
নন ওভেন জিও টেক্সটাইল সুইং-পাঞ্চিং নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এই ধরনের ফেব্রিক এর মধ্য দিয়ে পানি ফিল্ট্রেশনের ব্যবস্থা থাকে। মূলত যে সমস্ত স্থানে ওয়াটার ফিল্টার এর প্রয়োজন হয় ঐ সমস্ত জায়গায় non-woven জিও টেক্সটাইল ফেব্রিক ব্যবহৃত হয়। তবে এই ধরনের ফেব্রিক গুলোও নদীর তীরে মাটি ক্ষয় রোধে ব্যবহার করা হয়।